September 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 19th, 2025, 3:46 pm

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন ওলামা-মাশায়েখরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিল-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ইসলামি আদর্শে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয়, বরং দরকার ধর্মীয় শিক্ষক। গানের মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিকতা অর্জন করে না; বরং তা তাদের চারিত্রিক অবক্ষয়ের দিকে ঠেলে দেয়। কিন্তু কোরআন-হাদিসভিত্তিক শিক্ষা তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। বক্তাদের মতে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনের পরিপন্থী। এর পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ করলে শিক্ষার্থীরা সঠিক শিক্ষা ও আদর্শ পাবে।

তাদের অভিযোগ, শিক্ষাব্যবস্থায় গানের শিক্ষক নিয়োগের এ পদক্ষেপ দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে উপেক্ষা করছে। বিদেশি সংস্কৃতির প্রভাব ঢুকিয়ে দিয়ে ইসলামকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে। বক্তারা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য আলেম নিয়োগ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম ধর্মীয় জ্ঞান ও নৈতিকতা অর্জন করতে সক্ষম হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সমাবেশে বলেন, “গানের শিক্ষক নয়, বরং ধর্মীয় শিক্ষক নিয়োগই আজ সময়ের দাবি। প্রতিটি মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দেশে ৯২ শতাংশ মানুষ মুসলমান, অথচ সেই ফরজ শিক্ষা নিশ্চিত করা হয়নি। সরকারের দায়িত্ব এটি বাস্তবায়ন করা, কিন্তু তারা তা করছে না।”

তিনি আরও বলেন, “আমরা সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই— শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে। ইসলামি শিক্ষা ছাড়া নৈতিক উন্নতি সম্ভব নয়। সরকার যদি ধর্মীয় শিক্ষক নিয়োগে গড়িমসি করে বা এই দাবি অগ্রাহ্য করে, তবে আমরা সর্বস্তরের আলেম-ওলামা ও সাধারণ মুসলিম জনগণকে নিয়ে আন্দোলনে নামব। প্রয়োজনে সরকারকে বাধ্য করব।”

সমাবেশ শেষে বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা গানের শিক্ষক নিয়োগ বাতিল, ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষার প্রসারের দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, প্রচার সম্পাদক হামিম আব্দুল আজিজ, কলরবের প্রশাসনিক পরিচালক মুফতি সাঈদ আহমদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এনএনবাংলা/