শেখ হাসিনার পতনের পর একের পর এক দুর্নীতি, অর্থ আত্মসাত ও অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগের মন্ত্রী, নেতা ও মন্ত্রী পর্যায়ের উপদেষ্টাদের বিরুদ্ধে মামালা হচ্ছে। এর মধ্যে ‘দরবেশ’ খ্যাত সালমান এফ রহমানের নামে অসংখ্য দুর্নীতি-অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া যাচ্ছে।
তেমনি এক অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ২৭টি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে বিটিআরসি।
গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে তৌফিকুল ইসলাম জানান, ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭৩, ৭৪ ও ৭৬ ধারা এবং পেনাল কোডের ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে বলে হয়, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করাসহ প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতে জড়িত ছিল।
এনএনবাংলা/
আরও পড়ুন
রোজ গার্ডেন কেলেঙ্কারি: হাসিনার ইচ্ছেপূরণে রাষ্ট্রের ক্ষতি ৩৩২ কোটি
যারা বিপ্লব করতে চান, তাদেরকে মানুষের কাছে যেতে হবে: মির্জা ফখরুল
নিম্নকক্ষ আসন ভিত্তিক, উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে: বদিউল আলম মজুমদার