গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলীয় নেতাকর্মীদের ওপর বর্বচিত হামলাকারীদের বিচারের দাবিতে গঙ্গাচড়া গণঅধিকার পরিষদের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী হানিফুর রহমান সজীব। গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুষার, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সহসাধারণ সম্পাদক সজীব মিয়া, দপ্তর সম্পাদক ফাইমুল ইসলাম, গঙ্গাচড়া শাখার সাবেক সদস্য সচিব মোত্তালেব হোসেন, গঙ্গাচড়া ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আলম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গঙ্গাচড়া বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে হানিফুর রহমান সজীব বলেন, দেশের মানুষ আর ফ্যাসিবাদ ও তাদের দোসরদের চায়না এবং তাদেরমত কোন রাজনৈতিক দলকেও চায়না। মানুষ তারুণ্যের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চায়। তারুণ্যের দল গণঅধিকার পরিষদ। এদলের সভাপতি দেশের মানুষের কল্যাণে লড়াই সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিবাদের রোষানলে পড়ে বার হামলার শিকার হয়েছে এবং কারাবন্দী হয়েছে। ফ্যাসিবাদ হঠানোর অন্যতম নায়ককে এখনও হামলা করা হচ্ছে। যা কোনভাবে মেনে নেয়া যায়না। তাদের দোসরা পরিকল্পিতভাবে এ ধরনের ন্যাক্কারজনক কাজ করছে। তাদের সকলকে বিচারের আনার দাবি জানান। এছাড়া তিনি আরো বলেন, উন্নয়নের নামে লুটপাট করা ফ্যাসিবাদের সময় পরিকল্পিতভাবে গঙ্গাচড়া উপজেলার উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, কর্মসংস্থানের ব্যবস্থাসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিবেন।

আরও পড়ুন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা
কালকিনিতে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা!
রংপুরে ‘রেকটিফায়েড স্পিরিট’ পানে মৃত্যু বেড়ে ৬