September 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 19th, 2025, 4:48 pm

জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী ও শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ঘোষণা দেন— আগামী তিন দিনের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে অনশন কর্মসূচি ও তিন শতাধিক নেতাকর্মীর গণপদত্যাগ করবে।

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার সাত নেতাকে বুধবার বহিষ্কার করা হয়। সিদ্ধান্তে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একইসঙ্গে বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন— জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সরকারি কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, শহর শাখার সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ শাখার সভাপতি রাকিবুল করিম রাকিব।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, অগণতান্ত্রিকভাবে কলেজ শাখার কাউন্সিল করতে বাধা দেওয়ার পর ষড়যন্ত্রমূলকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। অথচ দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী সরকারের দমন-পীড়ন, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে জয়পুরহাটে নেতৃত্ব দিয়েছেন তারা। এখন কুচক্রী মহল ষড়যন্ত্র করে তাদের দল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিন দিনের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে রোববার থেকে অনশন কর্মসূচি ও গণপদত্যাগ শুরু হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।