October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 22nd, 2025, 5:50 pm

নাসিরনগরে নিখোঁজের তিন দিন পর নদী থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বলভদ্র নদী থেকে নিখোঁজের তিন দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাহমুদুল হাসান বিশাল (২২)ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের ছেলে ও মাহমুদুল রাজধানীর ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার ফান্দাউক গ্রামের মাহমুদুল ইসলাম বিশাল শনিবার রাতে  ঔষধ আনতে ঘর থেকে বের হওয়ার পর  তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই স্থানীয়রা ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে নাসিরনগর ও লাখাই উপজেলার সংযোগ ব্রীজের কালিবাড়ির চরের কাছে বলভদ্র নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নাসিরনগর থানার ওসি (তদন্ত) তানভীর আহমেদ বলেন “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।