টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ যেন ছড়িয়ে পড়েছে চায়ের কাপে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টাঙ্গাইল-৫ (সদর উপজেলা) আসনের বিভিন্ন বাজারে জমে উঠছে আলোচনা-সমালোচনার আসর। করটিয়া বাজার, শহরের পুরাতন বাসস্ট্যান্ড, সন্তোষ কিংবা তোরাপগঞ্জ—সর্বত্রই রাজনীতিই এখন মুখ্য আলোচ্য বিষয়। চা দোকানে বসে থাকা সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় কর্মী-সমর্থকরাও যুক্ত হচ্ছেন এই আলোচনায়।
বিশেষ করে আগামী নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুপস্থিতি এই নির্বাচনের পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দিয়েছে। অনেকেই মনে করছেন, নির্বাচন যদি বর্তমান পরিস্থিতিতেই অনুষ্ঠিত হয়, তাহলে এই আসনটি বিএনপির জন্য অনেকটাই উন্মুক্ত হয়ে যাবে। জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলগুলোর প্রভাব এই এলাকায় তুলনামূলকভাবে ক্ষীণ হওয়ায় মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকেই কেন্দ্র করে।
সাধারণ মানুষ ও স্থানীয় পর্যবেক্ষকদের আলোচনায় উঠে এসেছে দুটি নাম—সুলতান সালাউদ্দিন টুকু ও অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, জাতীয় রাজনীতির পরিচিত মুখ। ইতোমধ্যেই তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে দলের পক্ষে তৃণমূলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। অনেকের মতে, তার রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও মন্ত্রী হওয়ার সম্ভাবনাই তাকে এগিয়ে রাখছে।
অন্যদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। আওয়ামী লীগের দুঃশাসনের সময় মাঠপর্যায়ে থেকে তার সংগ্রাম, জেল-জুলুম ভোগ এবং নেতৃত্বগুণের কথা বলছেন অনেকেই। একারণে দলের ত্যাগী কর্মীদের একটা বড় অংশ ফরহাদ ইকবালের প্রার্থিতার পক্ষে।
টাঙ্গাইল-৫ আসনটি শুধু টাঙ্গাইল নয়, বরং ঢাকার নিকটবর্তী হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা হিসেবে বিবেচিত হয়। একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি আওয়ামী লীগের দীর্ঘ দেড় দশকের দখলে ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন আসে। সেই প্রেক্ষাপটেই বিএনপি এখন নতুনভাবে নিজেদের সংগঠিত করে এই গুরুত্বপূর্ণ আসনটি পুনরুদ্ধারে এগিয়ে এসেছে।
চায়ের আড্ডা মানেই যে শুধুই তামাশা বা গসিপ নয়—টাঙ্গাইলে তা যেন প্রমাণিত হচ্ছে। সাধারণ মানুষের এই আলোচনাই বলে দিচ্ছে, রাজনীতির হাওয়া কোন দিকে বইছে। এখন দেখার বিষয়, বিএনপি কাকে বেছে নেয় এবং সেই প্রার্থী কতটা সফলভাবে জনগণের আস্থা অর্জন করতে পারেন।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত