October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 22nd, 2025, 6:12 pm

মৌলভীবাজার পৌর বিএনপির কাউন্সিল সম্পন্ন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে মো: অলিউর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে মো: অলিউর রহমান পেয়েছেন ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনিসুজ্জামান বায়েস পেয়েছেন ১৭৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান পেয়েছেন ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সালাম আহমেদ জিতু পেয়েছেন ২৪৫ ভোট।

সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সারওয়ার মজুমদার ইমন। তার প্রাপ্ত ভোট ৫৫২ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্ধী রুনু আহমদ পেয়েছেন ৪৬ ভোট।

সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো: কামাল আহমদ ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আমিনুর রশীদ পান ১৩৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম রেজা ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোস্তাফিজুর রহমান শাহীন পেয়েছেন ১০১ ভোট।

২০ সেপ্টেম্বর শনিবার রাত ৮টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে এ ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, নির্বাচন কমিশনার মুজিবুর রহমান মজনু, আবুল কালাম বেলালসহ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার মো: ফখরুল ইসলাম জানান, কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৬৩৯ জন। এর মধ্যে উৎসবমূখর পরিবেশে ৬০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত করেন।