হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ ও শেরপুর জেলার অধীনস্থ বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) বিওপির আওতাধীন সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান।
পরিদর্শনের অংশ হিসেবে আজ বুধবার বেলা ১১ টায় হালুয়াঘাট উপজেলার পৌর শহরের কেন্দ্রীয় দূর্গা মন্দিরসহ অন্যান্য মন্দির ও পুজা মন্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান।
পরিদর্শকালে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসানসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পূজামন্ডপ পরিদর্শন শেষে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে বিজিবির পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।পূজাকে ঘিরে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল কার্যক্রম অব্যাহত আছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতাসহ যে কোনো অপতৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য মনিটরিং সেলও গঠন করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
এসময় তিনি নির্বিঘ্নে পুজা উদযাপনে এলাকার সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
এসময় হালুয়াঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র দত্ত জানান, পূজা উদযাপনে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সার্বিক সহযোগিতা কামনা করেন। এ বছর হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫৪টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এছাড়াও, সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন থাকবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরায় আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত