October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 5:58 pm

শ্রীমঙ্গলে তেলের লাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্বগ্ধ ২

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গল উপজেলায় তেলের লাইনে লিক হয়ে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত প্রায় ৮ টার দিকে উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের ইলামপাড়ায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে  এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন।

খবর পেয়ে শ্রীমঙ্গল  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে মৌলভীবাজার থেকে আরও দুটি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে এলাকা রক্ষা পায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন ও শ্রীমঙ্গল থানার কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক তদারকি চালান।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই আগুনের ভয়াবহতা   দেখে সবাই আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে চলে যান। তবে দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নেভানোয় স্বস্তি ফিরে আসে এলাকাবাসীর মধ্যে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, “তেলের লাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।”

ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, “তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।” তিনি আরও জানান, আগুনে দগ্ধ বাবা-ছেলেকে সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।