ডামুড্যা (শরীয়তপুর:
মোঃ নুরুল ইসলাম খোকন উপজেলা পূর্ব ডামুড্যা ইউনিয়নের ঠেঙ্গারবাড়ী বিশাকুড়ির-দিগশুল গ্রামের সড়কটি বিলিন হচ্ছে জয়ন্তী নদে। অতি বৃষ্টির কারণে জয়ন্তী নদীর পাশ দিয়ে চলে যাওয়া গ্রামীণ সড়কটি ভেঙ্গে পড়েছে। ২৪ই সেপ্টেম্বর সরজমিনে গিয়ে দেখা গেছে জয়ন্তী নদীর পূর্ব পাশ দিয়ে ঠেঙ্গারবাড়ী, বিশাকুড়ি, দিগশুল তিন গ্রামের লোক যাতায়াতের সড়কটি জয়ন্তী নদীতে ধসে পড়েছে। এতে করে তিন গ্রামের হাজার খানিক লোকের চলাচলের চরম দুর্ভোগ প্রহাতে হচ্ছে এবং ঐ সড়কটি দিয়ে ছোট থেকে হালকা যানবাহন চলাচল করে। গত তিন দিন আগে বিশাকুড়ি গ্রামের বাসিন্দা ইয়াছিন বেপারী ও তার ছেলে আহত হয়। এই বিষয়ে পূর্ব ডামুড্যা ইউনিয়নের ০৭ নাম্বার ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম সোহাগ বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে এই বিষয়ে অবগত করেছি এবং নির্বাহী অফিসার জেলা প্রশাসককেও এই বিষয়ে অবগত করেছে। ঠেঙ্গারবাড়ীর বাসিন্দা ভ্যান চালক জহিরুল ইসলাম বলেন, দুই মাস যাবত রাস্তাটি ভেঙ্গে পড়ে আছে, আমাদের ভ্যান চালাতে খুবই কষ্ট হচ্ছে এবং যাত্রাীরা ভয়ে উঠতে চায় না কখন জানি নদীতে পড়ে যায়। রাস্তাটি দ্রæত সংস্কার করলে আমাদের জন্য ভালো হয়। মাষ্টার্সের একজন ছাত্র সাকিব হাসান বলেন, রাস্তাটি দ্রত সংস্কার করলে পথচারী, হালকা, ভারী যানবাহন ও শ্রমিকদের আয়ে উৎস বেশি হবে কষ্টলাঘব দূর হবে। পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন বলেন, আমি এই রাস্তাটির বরাদ্দ এলজিডি ও পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছি। উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল বলেন, জেলা সমন্বয় মিটিং এ বলা হয়েছে পানি উন্নয়ন বোর্ড ও ব্লক গানিব্যাগ বসানোর পরে রাস্তা সংস্কার করা হবে।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত