সাত দিনের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হলো। শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মনিরামপুরেই। রাজধানী ঢাকা থেকে এই উৎপত্তিস্থল প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
এ মাসে এটি তৃতীয়বারের মতো দেশে ভূমিকম্পের ঘটনা। এর আগে, ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে রিখটার স্কেলে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সাত দিনের ব্যবধানে, ২১ সেপ্টেম্বর আবারো ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। তখন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাই কম্পনের কেন্দ্রবিন্দু ছিল, যার মাত্রা ছিল ৪.০।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর সাংবাদিকদের জানান, “আজ অনুভূত হওয়া ৩.৫ মাত্রার ভূমিকম্প একটি নিম্নমাত্রার ভূমিকম্প। মনিরামপুরই এর উৎপত্তিস্থল।
এনএনবাংলা/

আরও পড়ুন
ঢাকায় শুভেচ্ছা বিনিময় করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার
ডিমলার বুড়িতিস্তা নদী খনন ঘিরে উত্তেজনা, আনসার ক্যাম্পে হামলা-ভাঙচুর
তারেক রহমান-জামায়াত আমিরের চেয়েও নাহিদের বার্ষিক আয় বেশি!