কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
জুলাই সনদের ভিত্তিতে ফেব্রæয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে উপজেলা জামায়াত ইসলামী বিক্ষোভ সমাবেশ করেছে। কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড.তাজুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন হতে জামায়াতের প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান, নরসংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মকবুল আহম্মেদ, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান. গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বাসেদ মোল্লা, পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান।
এছাড়া সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, জামালপুর ইউনিয়নের আমীর হাফেজ কামরুল ইসলাম, বাহাদুরশাদী ইউনিয়নের আমীর হাফেজ মাওলানা নজরুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়নের আমীর মাওলানা জাকির হোসেন, নাগরী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবুল হাসনাত, তুমলিয়া ইউনিয়নের সেক্রেটারী রেজাউল ইসলাম ভ‚ইয়া এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ প্রমুখ।
দলটি কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে কর্মসূচীর অংশ হিসেবে একটি বনার্ঢ্য বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহড়ের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহন করেন।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৫ দফা দাবী জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রæয়ারীতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে, জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানান।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত