জয়পুরহাট প্রতিনিধি:
নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা’র জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো নূর ই আলম হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ নব গঠিত কমিটির সদস্যদের মাঝে সংগঠনের আইডি কার্ড তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোঃ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আনোরুল হক আনু, জয়পুরহাট বিআরটিএ’র ইন্সপেক্টর রামকৃষ্ণ পোদ্দার, বিসচা’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহবুব হাফিজ, জেলা জামাতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, এনসিপি জয়পুরহাট জেলার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু ও রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক।
অনুষ্ঠানের শুরুতেই নিসচা’র সকল সদস্য শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালী নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হন।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত