October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 28th, 2025, 6:18 pm

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

বিশ্ব পর্যটন নিবস-২০২৫ উপলক্ষে মৌলভীবাজারের পর্যটন উপজেলা কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পর্যটনের সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন,  লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, লেখক-গবেষক আহমদ সিরাজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, পরিবেশ বিষয়ক সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, মোনায়েম খান, শিক্ষার্থী অংকিতা দেব, রিসোর্ট মালিকদের পক্ষে অরণ্য নিবাস প্রতিনিধি সাইফুল ইসলাম শাওন প্রমুখ। আলোচনা সভা শেষে, কমলগঞ্জের পর্যটন নিয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।