জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছেন ৪৬ বিজিবির (শ্রীমঙ্গল ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও স্থানীয় জনসাধারণের সঙ্গে তিনি মতবিনিময় করেন। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির প্রস্তুতির কথাও জানান অধিনায়ক।
পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার (৮ কিলোমিটার) মধ্যে থাকা মোট ৭৯টি পূজামণ্ডপে বিজিবির ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যেনো নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে এবং সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত