October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 28th, 2025, 6:25 pm

কুলাউড়ার পাহাড়ী ছড়ায় মিলল চা শ্রমিকের লাশ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের রামবচন গোয়ালা (৪২) নামক এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ । ২৮ সেপ্টেম্বর রোববার দুপুরে কাপনাপাহাড় চা-বাগানের সীমানা টিলার বাবু নামক পাহাড়ী ছড়ায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় চা শ্রমিকেরা। পরে তারা জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন।

ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য ও স্থানীয় ওয়ার্ড মেম্বার শংকর উরাং মরদেহটি রামবচন গোয়ালার। তিনি ক্লিভডন চা-বাগানের শ্রমিক ছিলেন বলে নিশ্চিত করেন।

স্থানীয় চা শ্রমিকরা জানান, গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় বাগানের গোলাপ সতনামী তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, ‘লাশটি জুড়ী থানার অংশে পাওয়া গেছে। তবে তাঁর বাড়ি কুলাউড়া থানার এলাকায়। ঘটনাস্থল থেকে জুড়ী থানা পুলিশ লাশ নিয়ে গেছে। লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার  মর্গে পাঠানো হবে।