Thursday, October 2nd, 2025, 6:37 pm

ম্যান্ডেলার নাতিকে আটক করেছে ইসরায়েল, ‘গুরুতর অপরাধ’ বলল দক্ষিণ আফ্রিকা

গাজায় ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাকে আটক করেছে ইসরায়েল। এ ঘটনার পর দক্ষিণ আফ্রিকা তেল আবিবের বিরুদ্ধে গুরুতর অপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মান্ডলা ম্যান্ডেলাসহ ফ্লোটিলার অন্যান্য কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে বাধা দেওয়া গাজার মানবিক দুর্ভোগ লাঘব এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত বৈশ্বিক সংহতির বিরুদ্ধে ইসরায়েলের আরেকটি গুরুতর অপরাধ।”

রামাফোসা আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর এ অভিযান আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আদেশের স্পষ্ট লঙ্ঘন।

এর আগে দক্ষিণ আফ্রিকা থেকে যাত্রা শুরুর সময় মান্ডলা ম্যান্ডেলা রয়টার্সকে বলেন, “ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনিদের জীবন কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের বর্ণবাদী শাসনের অভিজ্ঞতার চেয়েও ভয়াবহ।”

গাজায় ইসরায়েলের চলমান ধ্বংসাত্মক যুদ্ধের কারণে গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে। ওই মামলায় আরও কয়েকটি দেশ যোগ দিয়েছে।

এনএনবাংলা/