সাভারের আশুলিয়ার জামগড়ায় অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিট।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিস জোন–৪-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন।
তিনি জানান, দুপুর ১টার দিকে কারখানার আটতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। সেখানে সুতা, তুলা, কার্পাসসহ নানা দাহ্য পদার্থ মজুত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব উপকরণ থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন আলাউদ্দিন।
তিনি আরও বলেন, “আগুন আপাতত দ্বিতীয় তলার স্টোররুমেই সীমাবদ্ধ রাখা গেছে। অন্যান্য তলায় যাতে ছড়িয়ে না পড়ে, সে চেষ্টা চলছে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
উপদেষ্টাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান মারা গেছেন
ঢাকায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১