বেরোবি প্রতিনিধি:
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’-এর তালিকায় এবারও স্থান পায়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ২২টি সরাসরি র্যাঙ্কিংয়ে এবং বাকি ৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে ‘রিপোর্টার’ ক্যাটাগরিতে।
তালিকার শীর্ষে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, র্যাঙ্কিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত। এর পাশাপাশি গবেষণা, শিক্ষার মান ও সাইটেশনসহ অন্যান্য সূচকও অনেকাংশে এই অনুপাতের ওপর নির্ভরশীল। কারণ, একজন শিক্ষকের উপর চাপ যত কম থাকবে, তিনি তত বেশি সময় দিতে পারবেন গবেষণা ও পাঠদানে। দুঃখজনকভাবে ইউজিসির প্রতিবেদন অনুযায়ী বেরোবিতে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত সর্বনিম্ন (১:৫৪), যেখানে জাবি, নোবিপ্রবি, মাভাবিপ্রবি বা কুবির অনুপাত প্রায় আদর্শ মানের কাছাকাছি (১:২০–১:২২)। তাই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বেরোবির অনুপস্থিতির পেছনে এই অনুপাতই অন্যতম বড় বাধা বলে আমি মনে করি।
গণিত বিভাগের শিক্ষার্থী মুরসালিন মুন্না বলেন, বেরোবিতে গবেষণায় পর্যাপ্ত বিনিয়োগের অভাব, আন্তর্জাতিক জার্নালে সীমিত প্রকাশনা, বিদেশি শিক্ষক-শিক্ষার্থীর অনুপস্থিতি এবং কার্যকর রিসার্চ সেন্টার না থাকা—এসবই বেরোবিকে র্যাঙ্কিংয়ের বাইরে রেখেছে। এখনই গবেষণায় বাড়তি বরাদ্দ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি শিক্ষা পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই।
উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং তৈরি করা হয় শিক্ষা, গবেষণা, শিল্পখাতের সংযুক্তি ও আন্তর্জাতিকীকরণের মতো বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে। এবারের সংস্করণে ১১৫টি দেশের দুই হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি, যা টানা ১০ বছর ধরে প্রথম স্থান ধরে রেখেছে।
আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর
জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ
নিয়ম ভেঙে ডাকসু ভবনে ৯ লাখ টাকায় এসি বসাচ্ছেন ভিসি