ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল আজও বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাসও। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ঢাকায় কর্মরত অনেক যাত্রী সপ্তাহের প্রথম কার্যদিবসে কাজে ফিরতে না পেরে বিকল্প পরিবহন খুঁজছেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। যারা আগেই টিকিট কেটেছিলেন, তারাও বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন।
জানা গেছে, শ্রমিক গ্রেপ্তার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এটি দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী বাস চলাচল বন্ধের ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে ঢাকাগামী একটি বাসে ওঠার সময় যাত্রী আবু রায়হানের সঙ্গে পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। রায়হান নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে বারবার দুঃখপ্রকাশ করলেও, ঝন্টু তার সঙ্গে অশালীন আচরণ ও কটূক্তি করেন এবং পরে তাকে বাস থেকে নামিয়ে দেন।
এই ঘটনার প্রতিবাদে রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় ইউনাইটেড সার্ভিসের কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে।
এরপর ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন যৌথভাবে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, ‘বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির। এনসিপির কয়েকজনকে সামনে রেখে একটি পক্ষ বারবার অনৈতিক সুবিধা নেওয়ার জন্য এমন পরিস্থিতি তৈরি করছে।’
তিনি আরও জানান, ‘শনিবার জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম পরিচালিত ১৬টি বাস বন্ধের পাশাপাশি একটি মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ঢাকার শীর্ষ নেতারা সেটি মেনে নেননি। ফলে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস চলাচল বন্ধ থাকে।’
আলমগীর মাহমুদ আলম বলেন, আটক শ্রমিককে মুক্তি না দেওয়া এবং নিষিদ্ধ ঘোষিত বাসগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত এই ধর্মঘট কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার রাখা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
টোল আদায়ে অনিয়মে হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা