October 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 15th, 2025, 7:57 pm

মাহী বি চৌধুরীর বিরুদ্ধে মামলা করছে দুদক

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) মাহী বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে ২০ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। মামলার বাদী হিসেবে রয়েছেন দুদকের উপ-পরিচালক (মানি লন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম।

দুদকের বরাত দিয়ে জানা যায়, মাহী বদরুদ্দোজা চৌধুরী তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫শ’ টাকার সম্পদ গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, তিনি মোট ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজের ভোগ-দখলে রেখেছেন।

মামলায় বলা হয়েছে, মাহী চৌধুরী দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থের প্রকৃতি লুকাতে ৬৮ একর জমির বায়না অর্থ পরিশোধ করে নিজ নামে বায়না দলিল সম্পাদন করেন। পরে তিনি তার মালিকানাধীন প্রতিষ্ঠান এভালন এস্টেট লিমিটেড-এর নামে জমিটি ক্রয় করেন এবং অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেন।

দুদক জানায়, অভিযোগের ভিত্তিতে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এনএনবাংলা/