চট্টগ্রাম বন্দরে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল বহনকারী একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায়, বন্দরের সীমানার ভেতরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে জাহাজটি প্রায় সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে যায়। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলটি মূল চ্যানেল থেকে দূরে হওয়ায় আপাতত জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। ‘এমভি জায়ান’ নামের জাহাজটিতে প্রথমে স্টিয়ারিং ফেইল করে এবং পরবর্তীতে ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে উপকূলে আনার চেষ্টা চলাকালে এটি পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়।
বন্দরের সচিব ওমর ফারুক জানান, বহির্নোঙর থেকে ১২০০ টন ‘বল ক্লে’ নামের কাঁচামাল খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝপথে দুর্ঘটনা ঘটায় সব পণ্যই নষ্ট হয়ে গেছে। তবে এতে বন্দর চ্যানেলে অন্য জাহাজের চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে তিনি জানান।

জাহাজটির মালিক সংস্থা ‘জায়ান শিপিং লাইন্স’-এর অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটি নিয়ন্ত্রণ হারায়। তখন সেটিকে স্থির রাখা হয়, কিন্তু শনিবার সকালে তীরে টানার সময় এটি অর্ধেকেরও বেশি ডুবে যায়। সৌভাগ্যবশত, জাহাজে থাকা ১৩ নাবিকই নিরাপদে আছেন।
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম. এ. রনি জানান, জাহাজটি নেভাল একাডেমির কাছাকাছি এসে চরে আটকে যায়। তলা ফেটে গেলে নিচের তিনটি হ্যাচ দিয়ে পানি ঢুকতে শুরু করে এবং শেষ পর্যন্ত জাহাজটির প্রায় ৯০ শতাংশ অংশ পানির নিচে তলিয়ে যায়।
এনএনবাংলা/

আরও পড়ুন
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
৫ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা যাবে
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ