October 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 28th, 2025, 4:39 pm

যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

 

বরিশালের উজিরপুরে চলন্ত বিআরটিসি এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ইচলাদি এলাকায় মেজর এম এ জলিল সেতুর ঢালে নির্মাণাধীন টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে খুলনাগামী বিআরটিসির এসি বাসটি হঠাৎ ধোঁয়ায় ঢেকে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে বাসটি থামানো হলে সবাই দ্রুত নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বাসচালক মো. শাহজালাল জানান, বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। টোল প্লাজায় পৌঁছানোর সময় এক যাত্রী আগুন দেখতে পান এবং চিৎকার শুরু করলে বাস থামানো হয়। পরে সবাই নেমে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

বাসের যাত্রী রফিকুল ইসলাম জানান, ‘চলন্ত অবস্থায় এক যাত্রী সিগারেট খাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, সেই সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।’

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, আগুন নেভানোর পর দুপুর ১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এনএনবাংলা/