অনলাইন ডেস্ক :
অসুস্থ অবস্থায় ধানমণ্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আলী ইমাম। রোববার (২৩ মে) আলী ইমামের ছেলে ডা. মো. অন্তু এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে আলী ইমামের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তিনি।
অন্তু বলেন, আগের তুলনায় আজকে একটু ভালো আছেন বাবা। এখন তিনি দুই লিটার অক্সিজেনে শ্বাস নিতে পারছেন। লিভার-কিডনি আগের থেকে কিছুটা ইমপ্রুভ করেছে। সবমিলিয়ে বলা যায় বাবার শারিরীক অবস্থা স্থিতিশীল।
এর আগে মৃদু স্ট্রোকসহ শরীরের নানা জটিলতা নিয়ে বৃহস্পতিবার (২০ মে) আলী ইমামকে ধানমণ্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাসযন্ত্রে সমস্যা, সঙ্গে নিউমোনিয়া ও নিম্ন রক্তচাপ রয়েছে।

আরও পড়ুন
ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারী আনসার সদস্যসহ ১৩ জন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন