Sunday, May 23rd, 2021, 10:12 pm

আইসিইউতে শিশুসাহিত্যিক আলী ইমাম

অনলাইন ডেস্ক :

অসুস্থ অবস্থায় ধানমণ্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আলী ইমাম। রোববার (২৩ মে) আলী ইমামের ছেলে ডা. মো. অন্তু এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে আলী ইমামের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্তু বলেন, আগের তুলনায় আজকে একটু ভালো আছেন বাবা। এখন তিনি দুই লিটার অক্সিজেনে শ্বাস নিতে পারছেন। লিভার-কিডনি আগের থেকে কিছুটা ইমপ্রুভ করেছে। সবমিলিয়ে বলা যায় বাবার শারিরীক অবস্থা স্থিতিশীল।

এর আগে মৃদু স্ট্রোকসহ শরীরের নানা জটিলতা নিয়ে বৃহস্পতিবার (২০ মে) আলী ইমামকে ধানমণ্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাসযন্ত্রে সমস্যা, সঙ্গে নিউমোনিয়া ও নিম্ন রক্তচাপ রয়েছে।