অনলাইন ডেস্ক :
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের রক্তক্ষয়ী হামলায় শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সোকোটো রাজ্যের গভর্নর আমিনু তামবুয়াল সোমবার বলেন, বন্দুকধারীরা রবিবার সন্ধ্যায় গোরোনিও সম্প্রদায়ের ওপর হামলা চালায় যা রাত পর্যন্ত চলে। এলাকাটি সোকোটো রাজ্যের রাজধানী থেকে ৭৫ কিলোমিটার দূরে।
তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত বিশেষ করে গোরোনিও টাউনশিপে একটি অত্যন্ত জঘন্য আক্রমণ করা হয়েছে। যেখানে ৩০ জন প্রাণ হারিয়েছে এবং এখনও গণনা চলছে। আমরা পরিসংখ্যান সম্পর্কে নিশ্চিত নই। কিন্তু এটা ৩০ এর অধিক।’
সহিংসতায় শিশু ও নারীদেরও টার্গেট করা হয়েছে। ইউনিসেফের মতে, বন্দুকধারীরা প্রায়শই নারীদের অপহরণ করে এবং ১৪০০ এরও বেশি স্কুলছাত্রীকে অপহরণ করেছে।
আরও পড়ুন
বিদেশ যাওয়ার জন্য আদালতে বসুন্ধরা চেয়ারম্যান, দুদকের নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন
সুযোগ পেয়েও হার এড়ানো গেল না প্রোটিয়াদের বিপক্ষে
১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে: প্রধান উপদেষ্টা