November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 5th, 2025, 6:23 pm

বাংলাদেশ ইয়ুথ ফোরাম কমিটির নাম ঘোষণা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

বাংলাদেশ ইয়ুথ ফোরামের ২১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে, তরুণ সমাজকে সংগঠিত করে সমাজসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করাই এ কমিটির মূল লক্ষ্য । নতুন ঘোষিত কমিটির নেতৃত্বে রয়েছেন উদ্যমী ও সেবামনস্ক তরুণরা, যারা ভবিষ্যতে সামাজিক উন্নয়ন, শিক্ষা, ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়। বাংলাদেশ ইয়ুথ ফোরামের নতুন নবগঠিত কমিটিতে তরুণ সমাজের নেতৃত্বে দেশ ও সমাজ উন্নয়নে কাজ করার লক্ষে সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন সৈয়দ রায়হান বিপ্লব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব, পীরগঞ্জ, রংপুর ও সাধারণ সম্পাদক জুয়েল সরকার । বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩ ঘটিকার সময় বাংলাদেশ এফসাকল এর আয়োজনে পীরগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।  উক্ত সভায় সভাপতিত্ব করেন ডিএসসি’র চেয়ারম্যান ও বজ্রকথা পত্রিকার সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ । সঞ্চালনা করেন বাংলাদেশ এফসাকল এর সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম মুকুল । এসময় আরো উপস্থিত ছিলেন এফসাকল কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভীম শহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালেব, অফিস সম্পাদক বিনয় চন্দ্র বর্মন ।  সদস্য স্বপ্ন বেগম, ফেরদৌস, লাভলী, নাজমিন, নাজমা, কবি সুলতান আহমেদ সোনা সহ আরও অনেক এসময় উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় কবি সুলতান আহমেদ সোনা বলেন, দেশের যুব সমাজকে একত্রিত করে সামাজিক পরিবর্তনে অবদান রাখাই এই কমিটির মূল লক্ষ্য। বাংলাদেশ ইয়ুথ ফোরাম কমিটির নাম ঘোষণার সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সংগঠনের প্রতিটি সদস্য দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন । আমাদের এই এফসাকলের নাম বিশ্বে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ । অ্যাসোসিয়েশন ফর সাউথ এশিয়া কালচার এন্ড লিটারেচার (এফসাকল) এর দুটি বাংলাদেশ এফসাকল ও বাংলাদেশ ইয়োথ ফোরাম কমিটির নাম ঘোষণা করা হয় ।  আগামী ২০২৬ সালের জানুয়ারিতে কবি সমাবেশ সফল করার লক্ষে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ ইয়োথ ফোরামের নতুন কমিটি’র সভাপতি সৈয়দ রায়হান বিপ্লব, সহ-সভাপতি আনোয়ার হোসেন ও তারিকুল ইসলাম তারিক । সাধারণ সম্পাদক জুয়েল সরকার, যুগ্ম সম্পাদক আব্দুর ছাত্তার রতন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, অর্থ বিষয়ক সম্পাদক ফারজুল ইসলাম, ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক আশিকুর রহমান জয়, প্রচার সম্পাদক মোস্তফা জামান ।  মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার, অফিস সম্পাদক হানিফ মিয়া ।  সদস্য শফিকুল ইসলাম শফিক, আকুল হোসেন, সবুজ মিয়া, মাসুদ রানা, সংগীত শিল্প আলম, আশরাফুল ইসলাম, শ্রী কেশব চন্দ্র, কিশোর কুমার, মুন্না সরকার, তৌহিদুল ।