চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর জনসংযোগ চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিতে আরও কয়েকজন আহত হন। পরে এরশাদ উল্লাহকে দ্রুত উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ইত্তেফাকের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সারোয়ার বাবলা।
এদিকে বিএনপির মিডিয়া সেলের একটি ফেসবুক পোস্টে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা এরশাদ উল্লাহর ওপর হামলা চালায় এবং তার পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন ব্যাহত করতেই বিএনপি প্রার্থীর ওপর হামলা: মির্জা ফখরুল
বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া, ধানের শীষে নির্বাচনের ঘোষণা
পাস না করেই নামের সঙ্গে ‘এফসিপিএস’, জাহাঙ্গীর কবীরকে বিএমডিসির শোকজ