ডামুড্যা, শরীয়তপুর প্রতিনিধি
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে শরীয়তপুর- ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট ও ভেদরগঞ্জের আংশিক) আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি।
মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (এপিএস)।
গত সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা গেছে তৃণমূল পর্যায়ে গণসংযোগ সাংগঠনিক দক্ষতা এবং তরুণ নেতৃত্বের গ্রহণযোগ্যতা বিবেচনায় রেখে বিএনপির হাইকমান্ড মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর নাম ঘোষণা করে আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে।
মিয়া নুরুদ্দিন আহমেদ অপু দলীয় মনোনয়ন পাওয়ায় বিএনপি কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা গেছে। মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিলও করেছেন নেতাকর্মীরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্টও করেছেন তারা।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ডামুড্যা-গোসাইরহাট ও ভেদরগঞ্জে একজন উদ্যমী ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি। মনোনয়ন পাওয়ার পর তিনি বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
রংপুর-৬ পীরগঞ্জ আসনসহ ৬টিতে বিএনপির প্রার্থী চুড়ান্ত
গঙ্গা স্নানে চা-শ্রমিকদের কাত্যায়নী পূজা
সাবেক এমপি কাজী রফিকুল ইসলামের গণসংযোগ ও পথসভায় জনস্রোত