November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 6th, 2025, 2:39 pm

যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রায় পুলিশের বাধা

ছবি: শামীম আহমেদ

 

ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে পল্টন থেকে পদযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। তবে মৎস্য ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রা আটকে দেয়। পরে দলগুলোর একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় গিয়ে স্মারকলিপি প্রদান করে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার পর পল্টন এলাকা থেকে যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করে দলগুলো।

তাদের উপস্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক আদেশ জারি,

২. নভেম্বরে গণভোট আয়োজন,

৩. অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ,

৪. নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং

৫. ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা বজায় রাখা।

এর আগে সকালে রাজধানীর শাপলা চত্বর এলাকায় জড়ো হয় জামায়াতসহ ইসলামী আট দল। সেখান থেকে তারা পল্টনের উদ্দেশে পদযাত্রা শুরু করে এবং পল্টনে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করে জুলাই সনদের আইনগত ভিত্তি দিন। যদি তা না করা হয়, তাহলে জনগণের প্রত্যাশা পূরণে আপনি যে সম্মান অর্জন করেছেন, তা নিজেই ক্ষুণ্ন করবেন।

এনএনবাংলা/