November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 6th, 2025, 5:40 pm

গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

ফাইল ফটো

 

গুমের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রাখতে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুমের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিতের বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

প্রেস সচিব জানান, অধ্যাদেশ অনুযায়ী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১২০ দিনের মধ্যে গুমের মামলার বিচার সম্পন্ন করতে হবে। এছাড়া, জাতীয় মানবাধিকার কমিশনকেও গুমের ঘটনায় তদন্তের অনুমোদন দেওয়া হয়েছে—যা দেশে মানবাধিকার রক্ষায় নতুন দিগন্ত খুলে দেবে।

প্রেস সচিব বলেন, “গুমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে, এটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক আইন। এই আইনের ফলে ভবিষ্যতে কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না।”

নতুন আইনে গুমের পাশাপাশি সংশ্লিষ্ট সহায়তাকারী, পরিকল্পনাকারী ও প্ররোচনাকারীর বিরুদ্ধেও কঠোর দণ্ডের বিধান রাখা হয়েছে।

এনএনবাংলা/