November 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 4:04 pm

বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করবে: সালাহউদ্দিন

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে প্রধান আলেম ও ইসলামী চিন্তাবিদদের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেছিলেন। তিনিই সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংযোজন করেন। কিন্তু বর্তমান সংবিধানে সেই পূর্ণ আস্থা ও বিশ্বাস বজায় নেই। আমরা ক্ষমতায় এলে আবারও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস যুক্ত করব।”

তিনি আরও বলেন, “আমরা মুসলমান; আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ—এ ঘোষণায় বিশ্বাসী। মহান আল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন।”

নবীর বাণি উল্লেখ করে তিনি বলেন, “নবীজি ঘোষণা দিয়েছেন—আমি শেষ নবী ও রসুল, আমার পরে আর কোনো নবী আসবে না। কেউ যদি নিজেকে নবী দাবি করেন, তবে তিনি নবীজির এ ঘোষণা থেকে বিচ্যুত।”

মহাসম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা আলেম ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেন।

এনএনবাংলা/