জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের ২০২৬ বর্ষের জেলা-৪ এর গভর্ণর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতিত সভাপতি সাংবাদিক এপেক্সিয়ান সিরাজুল ইসলাম।
শুক্রবার সিলেটের এক অভিজাত উইন্ডর হোটেল এন্ড রিসোর্টে চলতি বছরের জেলা গভর্ণর এপেঃ এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ডঃ নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ মনিরুল ইসলাম, সহ সভাপতি এপেঃ ইন্জিনিয়ার বেলাল হোসাইন,আইপিএনপি এপেঃ এনামুল হক মিলন,পিএনপি ও লাইফ গভর্নর এপেঃ এডভোকেট মোঃ আব্দুল খালিক, পিএনপি এপেঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল,লাইফ গভর্ণর এপেঃ এডভোকেট সমিউল আলম, লাইফ গভর্ণর এপেঃ আক্তার হোসেন খান,লাইফ মেম্বার এপেঃ আব্দুল হানান,এপেঃ এপেঃ উপাধ্যক্ষ এপেঃ ফরহাদ আহমদ, এপেঃ এ এফ এম ফৌজি চৌধুরী সহ জাতীয় ও স্হানীয় নেতৃবৃন্দ।
জেলা-৪ এর বেষ্ট এপেক্সিয়ানম (২০২০-২১) এপেঃ সিরাজুল ইসলাম ২০০৭ সালে এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর প্রতিষ্টাতা সেবা পরিচালক হিসেবে এপেক্স অঙ্গনে যোগদানের মাধ্যমে জাতীয় ও জেলা এবং ক্লাব পর্যায়ে দুইবার সভাপতি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে দীর্ঘ ১৮ বছর যাবত দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিক সিরাজুল ইসলাম এপেক্স আন্দোলন ছাড়া ও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

আরও পড়ুন
হোমনায় তিতাস নদীর ভাঙনে কৃষি জমির ব্যাপক ক্ষতি, হুমকির মুখে বসতবাড়ি!
হিমেল হাওয়ায় কাঁপছে রাজশাহী বাড়ছে রোগ সাথে ভোগান্তি
বালু উত্তোলনে হুমকির মুখে ধলাই নদীর বাঁধ ও ব্রিজ