মুরাদনগর( কুমিল্লা) প্রতিনিধিঃ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের টহল জোরদার, বিভিন্ন যানবাহনে তল্লাশি
নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউনের কারণে সারাদেশের ন্যায় কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি এই এলাকায় পুলিশের টহল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সীমান্ত এলাকাকে নিরাপদ রাখতে নিয়মিতভাবে বিভিন্ন প্রকার যানবাহনে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
ব্রাহ্মণ পাড়া থানা দিন মাধবপুর গুরুত্বপূর্ণ মহা সড়ককুমিল্লা সিলেট মহাসড়ক মোড়গুলোতে পুলিশের অতিরিক্ত দল মোতায়েন করা হয়েছে। দিন-রাত উভয় সময়েই পুলিশের টহল ভ্যানগুলো এলাকা চষে বেড়াচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের বেলা টহলের মাত্রা আরও বাড়ানো হয়েছে, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
পুলিশের এই বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার যানবাহন, মোটরসাইকেল, অটোরিকশা, মালবাহী ট্রাক এবং সন্দেহভাজন প্রাইভেট কারে তল্লাশি চালানো হচ্ছে। অবৈধ অস্ত্র এবং সন্দেহভাজন অপরাধীদের শনাক্ত করাই এই তল্লাশির প্রধান উদ্দেশ্য।

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড