নাটোর প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেছেন, যেসব গুম-হত্যা,খুনের চিরাচিত্ত ধরণ করা হয়েছিল ২০২৪ সালের ৫ই আগষ্ট ৩৬ জুলাই এক গণ বিপ্লবের এর মধ্য দিয়ে খুনি হাসিনার পতন হয়েছিল। এ পতনের মধ্য দিয়ে এদেশের মানুষ স্বপ্ন দেখকে শুরু করেছে, এই বাংলাদেশ আবার ঘুরে দাড়াবে। বাংলাদেশকে নিয়ে ভারত যে ষড়যন্ত্র শুরু করেছিল, সেই ষড়যন্ত্র ভেদ করে বিশ্বের বুকে সত্যিকার স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু আমরা লক্ষ করেছি কে বা কাদের ইশারায় এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুসকে অনেক আশা নিয়ে দেশে মানুষ ক্ষতার মজদুরে বসিয়েছিল। আমরা লক্ষ করেছি এই খুনি হাসিনা ২০০৯ সালে নির্বাচনের পর ২৫ এবং ২৬ ফেব্রুয়ারী সেদিন পিলখানায় হত্যা কান্ড ঘটিয়ে এদেশের দেশ প্রেমিক ৫৭জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল কিন্তু এই প্রশাসন এ হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার করতে পারেনি বাংলাদেশের সেনা প্রধান। তিনি বক্তব্য দিয়ে ছিল এটার তদন্ত হবেনা পলিষ্টপ মানে পলিষ্টপ।
আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নাটোর শহরের কানাইখালি পুরাতন বাসষ্ট্যান্ডে নাটোর সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে রনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ যদি আবারো ফ্যাসিবাদী হয়ে ফিরতে চায় তাদেরকেও ফ্যাসিবাদী কায়দায় প্রতিহত করা হবে। দেশের জনগণ আর কখনো তাদেরকে গ্রহণ করবে না। অতীতে যাঁরা ক্ষমতায় ছিল তাদেরকে লক্ষ করে বলেন, নাটোরে বিশ্ববিদ্যালয় না থাকায় সকল ছাত্র-ছাত্রীদেরকে ৭০০ কিলোমিটার দূরে লেখাপড়া করতে যেতে হয় কেন? ভিপি রনি বলেন, এই নাটোরের উপর দিয়ে গ্যাস গেছে নাটোরবাসি গ্যাস পায় নাই।
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জেলা আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত নাটোর সদর – নলডাঙ্গা ২ আসনে এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী।
নাটোর স্টুডেন্টস ওয়েল ফেয়ার সোসাইটি জেলা শাখার সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ও জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারী সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ জাহিদ হাসানসহ জেলা ও উপজেলা ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

আরও পড়ুন
দুবলার চর: পাঁচ মাসের ভাসমান জনপদে জীবনের লড়াই, অর্থনীতি ও আশার আলো
রংপুরের তেজপাতা চাষ করে স্বাবলম্বি
হাসিনার মৃত্যুদণ্ড রায়ে খুলনায় উৎসব ও উত্তেজনা