November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 18th, 2025, 7:15 pm

শ্রীমঙ্গল পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

গত তিনদিন ধরে পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে শ্রীমঙ্গল সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সরকার দ্রæত কোনো সিদ্ধান্ত না নিলে কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ কলেজ ইউনিটের শিক্ষকরা দাবি সংবলিত ব্যানার নিয়ে কর্মবিরতি পালন করছেন।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ সাইফুল ইসলাম বলেন, “আমরা এক যুগেরও বেশি সময় ধরে পদোন্নতি বঞ্চিত। আমাদের সঙ্গে বা আমাদের পরে বিভিন্ন ক্যাডারের ব্যাচগুলো পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারের পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে। তাই ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা সারাদেশেই কর্মবিরতি পালন করছি।” তিনি আরও জানান, এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেষ্টা করছেন।

শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ এবিএম মোখলেছুর রহমান বলেন, “আন্দোলনরত শিক্ষকদের দাবি অবশ্যই ন্যায্য। তারা দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত। আশা করি, একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার আগেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” কর্মসূচিতে অংশ নেওয়া অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক নাজমুল হাসান, মোঃ নুরুন্নবী, মোঃ ফজলুল হকসহ আরও অনেকে।