আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই গণভোট আইন চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
ড. আসিফ নজরুল বলেন, গণভোট আইন আমরা খুব দ্রুতই প্রণয়ন করতে যাচ্ছি। সর্বোচ্চ তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই এটি সম্পন্ন হবে।
এসময় তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের সিদ্ধান্তের কথাও জানান। উপদেষ্টা পরিষদ ইতোমধ্যে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নতুন সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সকল প্রশাসনিক বিষয় দেখভাল করবে। এর ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আর থাকবে না। সচিবালয় গঠন সম্পন্ন হলে এটি কার্যকর হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ
ভারত থেকে হাসিনা–কামালকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরিকল্পনা সরকারের
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থিওরির প্রবর্তক গোলাম আযম: এহসানুল মাহবুব