November 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 20th, 2025, 7:26 pm

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত ৪

 

চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা এলাকায় শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে নিচে ছিটকে পড়ে একটি প্রাইভেট কার। এতে এক পথচারীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত চারজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ‘টয়োটা হ্যারিয়ার’ মডেলের গাড়িটি পতেঙ্গা দিক থেকে শহরের দিকে যাচ্ছিল। নিমতলা মোড়ের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে এটি এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এ সময় সড়কে হাঁটতে থাকা পথচারী মো. শফিক (৫৫) গুরুতর আহত হন। পরে মা ও শিশু হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তিনি চট্টগ্রাম বন্দরের কর্মী বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় গাড়িতে থাকা এক তরুণীসহ চারজন আহত হয়েছেন। তাদের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি কীভাবে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে গেল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, “পতেঙ্গার দিক থেকে আসা গাড়িটি নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে হঠাৎ এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ে। পাঁচজন গুরুতর আহত হয়েছিলেন। তাদের মধ্যে পথচারী শফিক পরে হাসপাতালে মারা যান।”

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

এনএনবাংলা/