গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
গঙ্গাচড়া উপজেলায় টেকসই স্বাস্থ্যকর পয়ঃনিস্কাশন ও পানি নিশ্চিতকরণের লক্ষ্যে ওয়াশ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম এর উদ্যোগে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে ওয়াশ প্রকল্পটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। সভায় ওয়াশ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বিভিন্ন কার্যক্রম ও সেবাসমূহ তুলে ধরেন এরিযা প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, টেকসই স্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ও পানি নিশ্চিত করতে হলে সবার জন্য নিরাপদ পানি, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি চর্চা নিশ্চিত করতে হবে। এর জন্য প্রয়োজন সরকারি, বেসরকারি সংস্থা এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা । এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ওয়াশ প্রকল্প কার্যক্রমের জন্য সাধুবাদ জানান এবং বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নে সার্বিক সহযোগীতার কথা ব্যক্ত করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলেমুল বাশার, উপজেলা সমবায় কর্মকর্তা ও আলমবিদিতর ইউপি প্রশাসক মো: আবতাবুজামান চয়ন, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহমেদ, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, কোলকোন্দ ইউপি ভারপ্রাপ্ত চেয়্যারম্যান শরিফুল ইসলাম, এপির প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও, খ্রিষ্টিনা ক্রশ এবং ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলামসহ সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিশু ও যুব প্রতিনিধি, বিভিন্নি এনজিও’র প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বন্যপ্রাণীর তাণ্ডব! ফসল বাঁচাতে মাঠেই রাত কাটাচ্ছেন কমলগঞ্জের কৃষকরা
জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী পরির্বতনের দাবিতে গণমিছিল
সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমানউল্লাহ আমান