November 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 25th, 2025, 6:39 pm

কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে বলে আশাবাদী মির্জা ফখরুল

 

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন কোনো ধরনের বাধা বা ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে এগোচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সম্ভাব্য নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে এবং বেশির ভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এর ফলে নির্বাচনকে ঘিরে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। তার ভাষায়, এ মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অনুকূল রয়েছে। নির্বাচন ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এবং এমন কোনো আশঙ্কাও আমরা দেখি না।

চট্টগ্রাম বন্দরে হ্যাডলিঙ্ক দেওয়ার বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রাম পোর্টকে হ্যাডলিঙ্ক দেওয়া হয়েছে। যেহেতু তারা ভালো মনে করে দিয়েছে—আমরা বিষয়টি পর্যবেক্ষণ করব।

বিএনপি মনোনয়ন নিয়ে দলের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল—নদীর মতো বিস্তৃত। অনেক আসনে ৪-৫ জন করে প্রার্থী থাকায় কিছু সমস্যার সৃষ্টি হওয়াই স্বাভাবিক। আগেও হয়েছে। এতে কোনো অসুবিধা নেই; বরং এটি দেখায় বিএনপি কতটা বড় এবং সক্রিয় একটি দল।

এনএনবাংলা/