প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বর্তমানে আইন-শৃঙ্খলার পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক না হলেও নির্বাচনের আগে তা আরও উন্নত হবে বলে কমিশন আশাবাদী।
বুধবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
সিইসি বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। সবার সমন্বিত প্রচেষ্টায় ভোটের দিন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো একদম আদর্শ পর্যায়ে পৌঁছায়নি, তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে ফিরছে।”
ভোট প্রতিহত করার যেকোনো হুমকিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে সিইসি বলেন, কেউ এমন প্রচেষ্টা নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া তিনি জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ডিসেম্বরেই চালু হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট
২০৫০ নাগাদ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর হতে যাচ্ছে ঢাকা: জাতিসংঘ
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার