ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন আয়কর নথি জব্দের জন্য আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে অনুমোদন দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, হারুন অর রশীদ ক্ষমতার অপব্যবহার করে প্রাথমিক তথ্য অনুযায়ী প্রায় ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তার আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন বলে দুদক আদালতকে জানিয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
নাসিরনগরে ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউইয়র্কে মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি, রাজনীতিতে কমিউনিটির স্বীকৃতি
হংকংয়ে বহুতল ভবনে আগুন, চারজনের মৃত্যু