কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। উদ্বোধনের পরই শুরু হয় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)–এর আর্থিক সহায়তায় এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গৌতম চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রদর্শনীর উদ্বোধক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। ডা. নুরুল কাওসার খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঈন উদ্দীন এবং কোম্পানীগঞ্জ থানা উপ-পরিদর্শক (ওসি তদন্ত) বিমল কর্মকার। এছাড়াও খামারি ও স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারিরা দেশি–বিদেশি জাতের হাঁস, মুরগি, গরু, মহিষ, ছাগল, ছোট প্রাণিসহ নানা ধরনের পাখি ও দুগ্ধজাত পণ্য প্রদর্শন করেন। মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সম্ভাবনা ও অর্জন তুলে ধরে।
দিনশেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রদর্শনকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিলেন।

আরও পড়ুন
গঙ্গাচড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বড়লেখা থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১
ডিজিটাল প্লাটফর্মে কর্মরত মিডিয়াকর্মীদের মিডিয়া ক্যাম্পেইন