November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 26th, 2025, 6:51 pm

৪৭তম বিসিএস পরীক্ষা বর্জনের ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

 

লিখিত পরীক্ষার রুটিন পরিবর্তন ও সময় বৃদ্ধি করার দাবিতে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না দেওয়া, পুরনো ও নতুন পরীক্ষার্থীর মধ্যে বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন–পীড়নের কারণে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাইফ মুরাদ। তিনি বলেন, “লিখিত পরীক্ষার নতুন সময়সূচি না বদলানোর কারণে বহু শিক্ষার্থী বাস্তবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়ার উপযুক্ত অবস্থায় নেই। মানবিক বিবেচনা থেকে পরীক্ষা পিছিয়ে নেওয়ার আহ্বান গুরুত্ব পায়নি। তাই পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি।”

তিনি আরও জানান, গত ৩০ দিন ধরে আন্দোলন চললেও পিএসসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দরজায় বারবার সমস্যার সমাধান চাওয়া সত্ত্বেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আন্দোলন চলাকালীন ৪০–৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন, কারও মাথায় ১০ টিরও বেশি সেলাই লেগেছে। আহত অবস্থায় পরীক্ষায় বসা অসম্ভব হলেও পিএসসি বা সরকারের পক্ষ থেকে কোনো খোঁজ নেওয়া হয়নি।

সাইফ মুরাদ বলেন, “আমরা কোনো রাজনৈতিক স্লোগান দিইনি। আমরা শুধু ন্যায্য প্রতিযোগিতার সুযোগ চাই। কিন্তু পিএসসির চেয়ারম্যান নিজের রোডম্যাপ অনুযায়ী পরীক্ষা চাপিয়ে দিয়েছেন।”

অপরদিকে, সরকারি কর্মকমিশন (পিএসসি) এখন পর্যন্ত আগের সিদ্ধান্তে অটল রয়েছে। কমিশন জানিয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল ২৭ নভেম্বরই শুরু হবে।

এনএনবাংলা/