শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দপ্তরের চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিবুল্লাহ আকন। উপজেলা প্রাণীসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক প্রফেসর মোহাম্মদ রফি আহমেদ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এবং পৌর কমিশনার মীর এম এ সালাম।
প্রদর্শনীতে স্থানীয় খামারিদের উৎপাদিত বিভিন্ন প্রাণিসম্পদ, গবাদিপশু, দুগ্ধজাত পণ্য ও আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন কার্যক্রম তুলে ধরা হয়। বক্তারা প্রাণীসম্পদ উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ, আধুনিক খামার ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের উদ্বোধনীতে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে দুটি ইট ভাটায় জরিমানা আদায়
মাদারগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের দাবিতে গণসমাবেশ
নাসিরনগরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন