হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা বাজারে হালুয়াঘাটবাসীর গণ দোয়া অনুষ্ঠিত হয়।
আজ (১ডিসেম্বর) সন্ধ্যায় ধারা বাজারে ইব্রাহীম মার্কেটে এ গণ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার করা হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। সময়টি ছিল এমন যখন তাকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাসভবন থেকে জোর করে উচ্ছেদ করা হয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে কারাবন্দি করা হয়। এমনকি তাঁর বয়স, শারীরিক অবস্থা ও মানবিক দিক বিবেচনা না করেই যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় যা ছিল চরম অমানবিক, নিষ্ঠুর আচরণ।
তিনি আরও বলেন, সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে সকলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন কায়মনো বাক্যে। নিশ্চই আল্লাহ সকলের দোয়ায় নেত্রীকে দ্রুত সুস্থ করে দেবেন। সারা দেশ আজ মিলিত হয়েছে এভার কেয়ার হাসপাতালে। জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন দেশনেত্রী।
গণ দোয়া মাহফিলের আগে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরফান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ। মোনাজাত পরিচালনা করেন ধারা জামে মসজিদের খতিব মওলানা মুফতি সাদ্দাম হোসেন।
বিপুল সংখ্যক জনগণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় র্যাবের অভিযান,সিলগালাসহ ৪ লাখ টাকা জরিমানা
গণভোটসহ ৫ দফা দাবিতে রংপুরে আন্দোলনরত ৮ দলের সংবাদ সম্মেলন