December 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 3:07 pm

জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি (একাংশ) এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মিলে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে।

জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আগামী সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস পার্টি সেন্টারে (বাড়ি-৮, রোড-১৩৫) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা।

এর আগে গত রোববার (২৭ নভেম্বর) গুলশানের হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই জোট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানানো হয়। একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাপা-জেপির এই উদ্যোগে আরও ১৪টি রাজনৈতিক দল যুক্ত হয়েছে বলেও সূত্র জানায়।

জাপা ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট’। জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পান জাতীয় পার্টি (একাংশ)-এর মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এছাড়া আনুষ্ঠানিক ঘোষণার আগেই জোটভুক্ত দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।

এনএনবাংলা/