December 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 7th, 2025, 7:16 pm

নানা আয়োজনে নাসিরনগর মুক্ত দিবস পালিত

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):

আজ ৭ ডিসেম্বর নাসিরনগর মুক্ত দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়েছে। এ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন,সহকারি কমিশনার ভূমি সাহেল আহমেদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির,উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।মোনাজাত শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়,যা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোহাম্মদ আবদুল কাদির,সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা রফিজ মিয়া,বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকি,বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মকবুল হোসেন,উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রিপোর্টাস ইউনিটের সভাপতি আজিজুর রহমান চৌধুরী,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, এনসিপির আহবায়ক মোহাম্মদ হাফিজ মিয়া,নারী নেত্রী বেগম আয়েশা বুলবুলসহ আরো অনেক  ।এসময় বীর মুক্তিযোদ্ধা,উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,১৯৭১-এর এই দিনে মুক্তিপাগল জনতা ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা নাসিরনগর থেকে পাক-হানাদারদের বিতাড়িত করেন। হানাদার মুক্ত করে এই দিনে নাসিরনগরের আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা। নাসিরনগরের ইতিহাসে এ দিনটি বিশেষ স্মরণীয় দিন।