Wednesday, December 10th, 2025, 7:19 pm

জয়পুরহাটে বর্জ্য থেকে সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে পৌর এলাকার  বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলায় কড়ই কাদিরপুর এলাকায় পৌরসভার নির্মিত আধুনিক পয়ঃ বর্জ্য  সেনেটারী ল্যাম্পফিলে উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, পৌরসভার  নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোঃ রেজা, এস এন ভি সংস্থার প্রকৌশলী সুমন আলী, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, পৌরসভার উপ -সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সহ পৌরসভা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইরাজ ভ্যানসার লিমিটেড ও জয়পুরহাট পৌরসভার যৌথ চুক্তিতে জৈব সার উৎপাদন হবে। এস এন ভি সংস্থা শেড নির্মাণ করেছেন।