কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের মজিদা আদর্শ ডিগ্রী কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) কলেজ প্রাঙ্গণে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে শিক্ষক-শিক্ষার্থী সবাই রঙিন সাজে সেজে ওঠে।
মজিদা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবেদ আলীর সভাপতিত্বে গভর্নিং বডির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, অ্যাভোকেট বজলুর রশিদ পিপি, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, কলেজ ছাত্রদল ও শিবিরের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষাজীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাই সর্বোচ্চ অর্জন। উচ্চশিক্ষার প্রথম ধাপে তোমাদের জন্য এই প্রতিষ্ঠান হবে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথচলা।
নবীনদের স্বাগত জানাতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বক্তব্য এবং অভিজ্ঞতা বিনিময় করেন।

আরও পড়ুন
সবার জন্য চক্ষুসেবা নিশ্চিতে কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
আর্ন্তজাতিক মানবাধিকার দিবসে ফেনীতে মানববন্ধন ও মতবিনিময় সভা
কালীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের গণ সমাবেশ