ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। হাদির মাথায় একটি জটিল অস্ত্রোপচারের প্রয়োজন, যা সিঙ্গাপুরের হাসপাতালগুলোতে সম্পূর্ণরূপে করা সম্ভব নয়। তবে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচারের উন্নত ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের এক শীর্ষ নেতা এবং সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, প্রাথমিকভাবে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের কয়েকজন শুভাকাঙ্ক্ষীর উদ্যোগে হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার প্রচেষ্টা শুরু হয়। পরে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সরকারও এতে যুক্ত হয়। একজন উপদেষ্টা ব্যক্তিগতভাবে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করছেন।
তবে হাদির দীর্ঘ বিমান যাত্রা সামলানোর শারীরিক সক্ষমতা আছে কি না, তা সিঙ্গাপুরের চিকিৎসকদের অনুমোদনের ওপর নির্ভর করছে। চিকিৎসকরা যদি সফরকে ঝুঁকিপূর্ণ মনে করেন, তবে যুক্তরাজ্যে নেওয়ার প্রচেষ্টা জটিল হয়ে উঠতে পারে।
এর আগে আইনজীবী সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে উল্লেখ করেছিলেন, হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে এবং তিনি সবার কাছে দোয়ার অনুরোধ করেছেন।
অন্যদিকে আমার বাংলাদেশ পার্টির নেতা মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ফেসবুকে জানান, সিঙ্গাপুরের হাসপাতালে প্রয়োজনীয় অস্ত্রোপচারের পূর্ণাঙ্গ সুবিধা নেই। তিনি বলেন, যদি হাদিকে কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া যায়, তাহলে শেষ চিকিৎসা প্রচেষ্টা করা সম্ভব হবে। এছাড়া তিনি যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসীদের সহায়তার আহ্বান জানান এবং চিকিৎসা সংক্রান্ত নথি পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।
বর্তমানে ওসমান হাদির যুক্তরাজ্যে স্থানান্তর সম্পূর্ণরূপে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর
শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ
অস্ত্রোপচার শেষে মারা যান ওসমান হাদি: ডা. আহাদ